কলাউজানে অন্নকূট উৎসব

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার কলাউজান রাধাকৃষ্ণ ও কালী মন্দিরে দামোদর প্রদীপ প্রজ্বলন ও অন্নকূট মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাউজান বাসন্তী সুবল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন তপন কান্তি দাশ। মাস্টার শংকর কর্মকারের সঞ্চালনায় ও রত্নাবাহু বলরাম প্রভুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নন্দনকানন ইসকন মন্দিরের জগদানন্দ দাস প্রভু। বিশেষ অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ। আরো বক্তব্য রাখেন কলাউজান অন্নকূট মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক রমাপতি কৃষ্ণ দাস (রাজু), নামহট্ট’র তাপস দাশ ও দেবাশীষ দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন তপন কান্তি দাশ বলেন, দামোদর প্রদীপ প্রজ্বলন ও অন্নকূট মহোৎসবের মতো ধর্মানুষ্ঠান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করার শিক্ষা দেয়। বিশেষ অতিথি অধ্যাপক কৃষ্ণা দাশ বলেন, ধর্মীয় ও সামাজিক কর্মযজ্ঞে নারী সমাজকেও এগিয়ে আসা দরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল