কলাউজান বাসন্তী–সুবল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগাড়ার কলাউজান কালী বাড়িতে গীতা শিক্ষা স্কুলে ছাত্র–ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী, গীতা, শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি রত্নাবাহু বলরাম প্রভুর সভাপতিত্বে ও আশীষ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাউজান বাসন্তী–সুবল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক লায়ন তপন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ, জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিধান মিত্র, বাগীশিক কেন্দ্রীয় সংসদের কার্যকরি সদস্য শিক্ষক সুমন মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেম্বার মৃণাল দাশ, প্রণব দাশ, গোপাল দাশ, বাবুল দাশ, রতন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন তপন কান্তি দাশ বলেন, গীতা হচ্ছে সুন্দর একটি জীবন দর্শন। গীতা শুধু পড়লে হবে না গীতাকে হৃদয়ে ধারণ করে পথ চলতে হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্র–ছাত্রীর মাঝে শিক্ষাসামগ্রী, গীতা, শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।