কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য

বান্দরবানে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৪৯ পূর্বাহ্ণ

কলা গাছের সুতা থেকে তৈরি হচ্ছে বহুমুখী পণ্য। এ জন্য দরকার পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত কর্মী। এ লক্ষ্যে বান্দরবানে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় লুসাইবাড়ি হলরুমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) আয়োজনে বান্দরবান ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালায় জেলা সদরের ৩০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আগামী শুক্র ও শনিবার জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মশালা। পরবর্তী তিনদিন কর্মশালা অনুষ্ঠিত হবে বান্দরবান হিউম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্ধারিত লুসাই বাড়ির হলরুমে। এতে প্রশিক্ষণার্থীরা কলা গাছের সুতা থেকে কিভাবে বহুমুখী পণ্য তৈরি করা যায় তার উপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবে। বান্দরবান ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লালছানি লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। ইউমেন চেম্বারের সদস্য বীণা পানি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান চেম্বারের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জোহরা বেগম, বান্দরবান পৌরসভার কাউন্সিলর এমেচিং মারমা, প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. আমির হামজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমৃতকে হাসিমুখে বিদায় ছবি ভাইরাল, সোশাল মিডিয়ায় শোরগোল
পরবর্তী নিবন্ধশেষকৃত্যের সময় বেঁচে উঠল ‘মৃত’ শিশু