বোগোতার সাবেক বামপন্থি মেয়র ও সাবেক বিদ্রোহী যোদ্ধা গুস্তাবো পেত্রো কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির বর্তমান সেনেটর পেত্রো রোববারের রান-অফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডানপন্থি প্রার্থী ধনকুবের রোদোলফো এরনান্দেজকে পরাজিত করেন।
প্রদর্শিত ফলাফলে দেখা গেছে, পেত্রো মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ আর এরনান্দেজ ৪৬ দশমিক ৯ শতাংশ পেয়েছেন। এভাবে প্রতিদ্বন্দ্বীকে সাত লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হন। খবর বিডিনিউজের।
এম-১৯ গেরিলা মুভমেন্টের সাবেক সদস্য ৬২ বছর বয়সী নেতা নিজের জয়কে ঈশ্বর ও মানুষের জন্য বিজয় বলে বর্ণনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, আজ স্বদেশের হৃদয়ে খুশির যে বন্যা বয়ে যাচ্ছে তা বহু কষ্টকে লাঘব করবে।
আজ রাস্তা-ঘাটের দিন। তার রানিং মেট ফ্রান্তয়া মার্কেজ দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি একজন অবিবাহিত মা ও সাবেক গৃহকর্মী। এরনান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পরাজয় স্বীকার করে নিয়েছেন। টিকটক ভিডিওর অপ্রচলিত প্রচারণার ওপর নির্ভর করে ব্যাপক জনসমর্থন গড়ে তুলেছিলেন তিনি।