ক্যারিয়ারের সুবর্ণ সময়ে পা রেখেছেন তাসনিয়া ফারিণ। নাটকের আঙিনা পেরিয়ে কাজ করছেন ওয়েবে, বিচরণ করছেন সিনেমায়ও। কাজকে ভালোবেসে ডুবে থাকছেন। তিনি টেলিভিশন নাটক দিয়ে দর্শকের মাঝে প্রশংসিত হন। এরপর ওটিটি প্ল্যাটফরম যেন তার জন্য আশীর্বাদ বয়ে আনলো। বড় পর্দায় দেখা ইচ্ছাটাও ভক্তদের জন্য যেন স্বাভাবিক চাহিদা। তবে দেশে না হলেও, কলকাতার একটি সিনেমার কাজ কিন্তু সেরে রেখেছিলেন তাসনিয়া ফারিণ। যেটি ২০২২ সালে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায়।
অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ শিরোনামে এই সিনেমা অবশেষে ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। ২৭ বছর বয়সী প্রতীক্ষার জীবন ঘিরে সিনেমাটির গল্প। সে হঠাৎই আবিষ্কার করে যে তার জীবন ভরেছে মিথ্যায়।
তিনি এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেন ৪ জনের সঙ্গে। শেষ পর্যন্ত, ৪ চরিত্রের তাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনার মুখোমুখি হওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। তাসনিয়া ফারিণ ছাড়াও সিনেমায় অন্যান্য ৩ চরিত্রে রয়েছেন অনিন্দিতা বসু, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য।