কলকাতার জেলে পি কে হালদারের ওপর হামলা

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের জেলে বন্দি পি কে হালদারের ওপর হামলা হয়েছে বলে আদালতে একটি পিটিশন জমা পড়েছে। এমনটা জানিয়েছেন তার আইনজীবী বিশ্বজিৎ মান্না বিচারপতি। আদালতে হালদারের আইনজীবী বলেছেন, জেল হেফাজতে থাকাকালীন পি কে হালদারের ওপর হামলা করা হচ্ছে। ফলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হালদারসহ তার ৬ সহযোগীকে আগামী ৭ জুলাই ফের আদালতে তোলা হবে। মঙ্গলবার (১৬ মে) কলকাতার নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কক্ষ৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাশে তোলা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে গত ২৮ মার্চ তাদের সবশেষ আদালতে তোলা হয়েছিল। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ১২৯তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধএসোসিয়েশন অব ব্যাচ ১৯৮০-এর ঈদ পুনর্মিলনী