কলকাতায়ও দুয়ো শুনলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপের মঞ্চে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। ৫ ম্যাচ ব্যাট করে সবমিলিয়ে তার অর্ধশতক পূর্ণ হয়েছে আগেই। যার সঙ্গে গতকাল শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে তিনি যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ফলে আবারও ব্যাট হাতে ব্যর্থ সাকিবকে ম্যাচশেষে সমালোচনা শুনতেই হতো। কিন্তু মাঠ ছাড়ার আগে আরেকবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন টাইগার অধিনায়ক। মিরপুরের পর কলকাতায়ও তিনি দুয়ো শুনেছেন। বাংলাদেশের ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারানোয় চাপের মুহূর্তে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। ফলে তার ওপর দলের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরেকবার ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক। তাই তো ডাচ পেসার পল ফন মিকেরেনের বলে আউট হয়ে ফেরার সময় শুনলেন ‘ভুয়া’, ‘ভুয়া’। একইসঙ্গে গ্যালারিতে থাকা লালসবুজ সমর্থকদের কটু মন্তব্যেরও শিকার হন সাকিব। গতকাল আউট হয়ে মাঠ ছাড়ার পর ক্লাব হাউজ প্রান্তে থাকা বাংলাদেশের ড্রেসিংরুমে মাথা নিচু করে যখন সাকিব ফিরছিলেন, তখন সেই গ্যালারিতে উপস্থিত বাংলাদেশের সমর্থকদেরকে তার উদ্দেশে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলতে শোনা যায়।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল চ্যালেঞ্জ কাপের দুটি সেমিফাইনাল ৩০ অক্টোবর
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-পাকিস্তান নারী টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ