প্রথমবারের মত আইপিএলের খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাশ। তবে এখনো মাঠে নামার সুযোগ হয়নি তার। এরই মধ্যে পাঁচ ম্যাচ শেষে কলকাতা দুই জয়ে রয়েছে পঞ্চম স্থানে। দলের টানা দুই হারের পর হতাশ নন বাংলাদেশি ওপেনার লিটন দাস। নিজে এখনও খেলতে নামতে পারেননি কেকেআরের জার্সিতে। তবে লিটনের আশা কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে। কলকাতায় যাওয়ার পর তার দল কলকাতা টানা দুই ম্যাচে হেরেছে। দুটি ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে। কেকেআরের হয়ে আদৌ খেলতে পারবেন কি না তিনি তা নিশ্চিত নয়। তবে গত রোববার মুম্বাইর কাছে হারের পর গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন লিটন। ক্যাপশনে তিনি লিখেন, আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার পরের ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।