আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কর্মের সাথে ধর্মের সমন্বয় করতে হবে। ইবাদতের সাথে কর্মের সামঞ্জস্য থাকতে হবে। দায়িত্ব সঠিকভাবে পালন করা মানে মহান আল্লাহর কথা রাখা।
গতকাল বৃহস্পতিবার আইআইইউসি’র নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেমের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং আইআইইউসি’র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। পবিত্র কোরআনের আলোকে শিক্ষমূলক বক্তব্য দেন, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান। সঞ্চালনা করেন একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক সিরাজুল আরেফিন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ ভাল কিছু অর্জন করতে হলে খারাপ সবকিছু বর্জন করতে হবে। প্রবৃত্তির গোলাম না হয়ে আল্লাহ গোলাম হতে হবে। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। প্রেস বিজ্ঞপ্তি।