‘কর্মে বেঁচে থাকবেন সিরাজুল ইসলাম চৌধুরী’

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রী) কলেজের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম চৌধুরী বেঁচে থাকবেন তাঁর সৃষ্টি ও কর্মের মাঝে। তিনি মানুষের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরসা, হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অসহায় মানুষের জন্য তাঁর দুয়ার ছিল সবসময় খোলা। তিনি একজন জীবন্ত কিংবদন্তি। গত শুক্রবার উপজেলার আহলা আছাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সিরাজুল ইসলাম চৌধুরী স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, সাংবাদিক আবুল ফজল বাবুল।
স্মরণসভা কমিটির চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আমির হোসেন ও আবৃত্তি শিল্পী জাইমা ওয়াশী শশির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরুল আজিম, নুর মোহাম্মদ, সুরঞ্জন বড়ুয়া, অলক বড়য়া, জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী, রচনা, সাধারণ জ্ঞান ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, দু:স্থদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজকের প্রজন্মের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকর্মচারীদের বিপিসির আর্থিক অনুদান