কর্মস্থলে শ্রমিকের পেশাগত সেফটি নিশ্চিত করার বিকল্প নেই

বিল্‌স-যুব ট্রেড ইউনিয়নের মানববন্ধনে নাজিমউদ্দিন

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বিল্‌সযুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক চট্টগ্রামের উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঞা। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিমউদ্দিন।

বক্তব্য রাখেন নাজমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, কে, এম, শহীদুল্লাহ, আবু আহমেদ মিঞা, সামসুল ইসলাম আরজু, পাহাড়ী ভট্টাচার্য, হাসিবুর রহমান বিপ্লব, শাহনেওয়াজ চৌধুরী, জাবেদ আলম ও এনি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাহেদ উদ্দিন শাহীন।

প্রধান অতিথি বলেন, কর্মস্থলে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার বিকল্প নেই। তিনি মালিকপক্ষকে শ্রম আইনের আলোকে এ বিষয়টি নিশ্চিত করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সদর ইউপির ডিজিটাল সেন্টারে চুরি
পরবর্তী নিবন্ধবাকাসস কেন্দ্রীয় এডহক কমিটি গঠন