কর্মস্থলে যাওয়ার পথে বাস চাপা, গার্মেন্টসকর্মীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরে বাস চাপায় মনি আকতার নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি চন্দনাইশ এলাকার বাসিন্দা। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্টসকর্মীদের বহনকারী একটি বাস দ্রুত গতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানেই তারা মৃত্যু হয়েছে।

স্টিল মিল বাজারের স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, নারীটি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির বাসটি এসে চাপা দেয়। আহত অবস্থায় আমরা তাকে হাসপাতালে পাঠাই। তাকে দেখে মনে হয়েছে গার্মেন্টসকর্মী।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবৈধ সম্পদ : সিঅ্যান্ডএফ এজেন্ট শামসুরের বিরুদ্ধে দুদকের মামলা