কর্মস্থলে ফেরা হল না পুলিশ সদস্য মুশফিকুরের

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় নোয়াখালীর নিজবাড়ি থেকে মোটর সাইকেলযোগে চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পথে উপজেলার কুমিরা এলাকায় মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় মো. মুশফিকুর আহমেদ (২১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়। অপরদিকে এক ঘণ্টার ব্যবধানে সকাল ৭টায় উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (১৯) নামের এক পিকআপ চালক নিহত হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত পুলিশ কনস্টেবল নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ গ্রামের মমতাজুল করিমের পুত্র। তিনি ভোরে মোটরসাইকেল যোগে চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পথে কুমিরায় মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
অপরদিকে গতকাল সকাল ৭টায় সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় দুর্ঘটনায় পিকআপ চালক নিহত হওয়ার পাশাপাশি আহত হয় মো. হৃদয় (১৯) ও মো. সামাদ (২০) নামের আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, অজ্ঞাত একটি গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়। লাশটি উদ্ধার করে প্রথমে হাইওয়ে থানা ও পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া-কক্সবাজারের ৬ প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমে মাসে ইউপি ভোট আয়োজনের পরিকল্পনা