আমেরিকান কাউন্সিল বাংলাদেশ কর্তৃক মাস্টারিং কমিউনিকেশন আনলকিং সাকসেস ইন ইংলিশ এন্ড আইএলটিএস শীর্ষক কর্মশালা গত ১৫ ও ১৬ নভেম্বর লায়ন্স ক্লাব অফ চট্টগ্রামের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে সিএলএফ এর হালিমা রোকিয়া হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইন্টারন্যাশনালের ৩১৫ বি৪ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল। গভর্নর বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আজকের এই প্রশিক্ষণ আমাদের লিওদেরকে তাদের ভবিষ্যৎ কর্ম জীবনকে আর উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট বলেন, আমাদের লিওরা এ কর্মশালার মাধ্যমে তাদের অর্জিত জ্ঞান তাদের আগামীর ভবিষ্যৎ কর্ম জীবনকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন আহমদ, লায়ন এস এম ফারুক, লায়ন সিলভার স্টার বারনাডেড, লায়ন মোসলেউদ্দিন খান, লায়ন রাজিব সিনহা, লায়ন জি কে লালা, লায়ন আবু নাসের রনি, লাইন এম সোহেল খান, লায়ন ডাক্তার মেজবাহউদ্দিন তুহিন, লায়ন বাবলু কান্তি লালা, লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন বাসুদেব সিনহা, অনুপম মজুমদার, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দীপ্ত দে, অ্যাডাম মেথিও গঞ্জালবেস, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সাইফের নেতৃত্বে সকল লিও উপস্থিত ছিলেন। পরে লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সাথে আমেরিকান কাউন্সিলের, গভর্নরের উপস্থিতিতে এম ইউ সম্পূর্ণ হয়। যাতে লিও এবং লাইনস পরিবার স্বল্প খরচে আমেরিকান কাউন্সিলে প্রশিক্ষণ নিতে পারে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহাদাত জামান খান, আমেরিকান কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মুশরুর উদ্দিন আনোয়ার, পোর্ট সিটি ভার্সিটির চেয়ারম্যান ইফতেখারুল আজম, বিদেশি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তসওয়া কাজেমি এবং ফাতিমা মজাফারী। সঞ্চালনায় ছিলেন মারিয়াম মুসনাত। আরো উপস্থিত ছিলেন সিনিয়র এঙিকিউটিভ তৌফিক উদ্দিন, রিয়াদ এনায়েত, রুমানা মাহবুব, জুনিয়ার এক্সিকিউটিভ জান্নাতুল ফারিয়া, সাইমা শিব্বির, ত্রমিলা বড়ুয়া ও সাইরান ফজলু। প্রেস বিজ্ঞপ্তি।