কর্মগুণে বেঁচে থাকবেন বীর মুক্তিযোদ্ধা ইউনূছ

স্মরণসভায় এমপি নজরুল

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, হাজী মো. ইউনূছদের মতো মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই আজ আমরা উন্নত সমৃদ্ধশালী একটি দেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। কর্মগুণে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। গত শুক্রবার চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইউনূছের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন মো. জাফর আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। আলোচনায় অংশ নেন-মো. ইব্রাহিম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, মরহুমের পুত্র মো. ইস্তফা চৌধুরী, কামরুজ্জামান সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন প্রাণ গোপাল
পরবর্তী নিবন্ধকুতুবদিয়া দরবারে মালেক শাহ’র (র:) ফাতেহা ২৪ সেপ্টেম্বর