কর্মক্ষেত্র থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে আফগান নারীরা

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪০ অপরাহ্ণ

আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দ্রুত কমে যাচ্ছে। নানা বিধিনিষেধে নারীদের অধিকার খর্ব হচ্ছে। সংকুচিত হচ্ছে দেশটির অর্থনীতি। রাজধানী কাবুলে একটি ছোট পোশাক কারখানার মালিক ২৯ বছরের সোহাইলা নূরি। তার কারখানায় স্কার্ফ, বড় ও ছোটদের নানা ধরনের পোশাক তৈরি করা হয়। সেখানে এখন প্রায় ৩০ জন নারী কর্মী কাজ করেন। গত বছর অগাস্টে তালেবান ক্ষমতায় আসার পর সোহাইলা দেখতে পান, তার কারখানায় নারীকর্মীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। কারণ, তালেবানের ভয়ে তারা কাজে আসা বন্ধ করে দিচ্ছেন। খবর বিডিনিউজের।
তালেবান ক্ষমতায় আসার আগে সোহাইলার তিনটি আলাদা আলাদা কারখানায় ৮০ জনের বেশি কর্মী ছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। তিনি বলেন, আগে আমাদের হাতে অনেক কাজ ছিল। আমরা নানা ধরনের কাজের অর্ডার পেতাম। হাতে অর্থ থাকত। সহজেই প্রধান দর্জি এবং অন্যান্য কর্মীদের বেতন দিতে পারতাম। কিন্তু এখন আমাদের হাতে কোনও অর্ডার নেই। যে করে হোক নিজের ব্যবসা চালিয়ে নিতে বদ্ধপরিকর সোহাইলা। যাতে তিনি অন্যদের বিশেষ করে নারীদের কর্মসংস্থান করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধসুনামির ঢেউ উঠেছিল ৪৯ ফুট
পরবর্তী নিবন্ধইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়া ‘বিপর্যয়’ দেখবে