কর্নেলহাটে স্কুল শিক্ষার্থীদের রাস্তা পারাপারে মৃত্যুফাঁদ বন্ধ করা হোক

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী উত্তর কাট্টলীর ১০নং ওয়ার্ডের জনবহুল কর্নেল হাট এলাকায় মহাসড়কের উভয়পাশে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এখানে শত শত কোমলমতি শিক্ষার্থী লেখাপড়া করছে, প্রতিদিন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকের সমাগম হয়। অদূরেই কর্নেল হাট বাজারের কারণে উক্ত এলাকা প্রায় লোকে লোকারণ্য। বাজারে পাশেই পথচারীদের রাস্তা পারাপারে ফুট ওভার ব্রীজ থাকলেও তেমন একটা ব্যবহার করছে না কেউই। ইতিপূর্বে মহাসড়কের মাঝে রোড ডিভাইডারে সিটি কর্পোরেশনের সড়কবাতির পিলার স্থাপন করার সময় এর কিছু কিছু অংশ ভেঙে ফেলা হয়, যা এখন মৃত্যুফাঁদে পরিণত। সেই ভাঙা ফাঁক-ফোকর দিয়ে এখন জীবনের ঝুঁকি নিয়ে শতশত ছাত্র ছাত্রী ও অগণিত পথচারী রাস্তা পার হচ্ছে, ফুট ওভার ব্রীজ ব্যবহার না করে এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে, তাদের দেখাদেখি অবুঝ স্কুল শিক্ষার্থীরাও চরম ঝুঁকি নিয়ে স্কুল শেষে এভাবেই রাস্তা পার হয়। যার কারণে যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে কোনো কোমলমতি শিক্ষার্থী বা পথচারী।
এমতাবস্থায় অতিদ্রুত কর্নেল হাট এলাকায় রোড ডিভাইডারের সকল ভাঙা অংশ গুলো ঢালাই করে বন্ধ করে দেওয়া জরুরি। এব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সচেতনতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আলমগীর হোসাইন
সিটি গেইট, কর্নেল হাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধব্লেন্ডেড শিক্ষায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা