কর্নেলহাটে চুলার আগুনে পুড়ল বসতঘরের ২৭ কক্ষ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্নেলহাটের আব্দুল লতিফ মার্কেটের পেছনের শাহী পাড়া এলাকার একটি কাঁচা বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। বাড়িটিতে ছোট ছোট ২৭টি কক্ষ ছিল। চুলার আগুন থেকেই এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস চট্টগ্রামের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। গতকাল ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের আগ্রাবাদ স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার খান খলিল আজাদীকে বলেন, এ আগুনে হতাহতের খবর নেই। তবে ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ৮০ লাখ টাকার মতো সম্পদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি গণ্ডা জমিতে হয় ১শ কেজি পুদিনা
পরবর্তী নিবন্ধইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার