চট্টগ্রাম থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে রাজধানীর গাবতলীর একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে আকবর শাহ থানা পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণকারী সাইদুল ইসলাম প্রকাশ সোহেলকে (২৬)। জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম পুলিশকে জানায়, ফেক আইডির মাধ্যমে ফেসবুকে কলেজ ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ মে নগরের কর্নেলহাট এলাকা থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান তিনি। ধৃত সাইদুল ইসলাম রাজধানীর সাভার থানার উত্তর মেইটকা গ্রামের মো. সোবহানের ছেলে। সাইদুল বিবাহিত এবং এক সন্তানের জনক। ঢাকার সাভারে তাদের পারিবারিক গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে। তিনি মাদকাসক্ত। গত বছরের জুলাইয়ে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন জানান, ২৯ মে সকাল ১০টার দিকে ওই ছাত্রী কলেজের এসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে অজ্ঞাতনামা ব্যক্তি ওই ছাত্রীর মায়ের মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয় অপহৃত ছাত্রীর পরিবার। এদিকে ৩০ মে বিকেলে আকবর শাহ থানা পুলিশের একটি টিম প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে। এক পর্যায়ে কৌশলে দাবিকৃত মুক্তিপণ প্রদান করা হবে আশ্বস্ত করে অপহরণকারীকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠনো হয়। পরে ৩১ মে রাত ৪টায় দারুসসালাম থানাধীন গাবতলী যমুনা আবাসিক হোটেল হতে মুক্তিপণ দাবীকারী সাইদুলকে গ্রেপ্তার করে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।












