কর্নেলহাট এলাকায় গাড়ির গ্যারেজে আগুন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ২:৫০ অপরাহ্ণ

নগরের পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকায় বাগদাদ এক্সপ্রেসের গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি টিম।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে সিডিএ ১ নম্বর রোডের ওই গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, আগুন নিয়ন্ত্রণে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি টিমের ৫টি গাড়ি কাজ করছে। তিনি বলেন, কর্নেলহাটের বাগদাদ এক্সপ্রেসের গাড়ির গ্যারেজে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসেই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট