লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে ড. অলি আহমেদের অফিসে এলডিপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি এম এয়াকুব আলীর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন নেতৃবৃন্দ।
এ সময় ড. অলি আহমদ বলেন, সব মতভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পটিয়ায় এলডিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার নির্দেশনা দেয়া হয়।
তিনি আরও বলেন, যে লক্ষ্যে এলডিপির যাত্রা শুরু হয়েছিল সেই লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা এলডিপি অগ্রণী ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দকে আগামী দিনের সাংগঠনিক কর্মকান্ডে উৎসাহ ও প্রেরণা যোগাতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।
দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দল এলডিপি’র পতাকাতলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি এম মনসুর আলম, পৌর এলডিপির সভাপতি ইঞ্জি. আবদুর রশিদ, উপজেলা এলডিপির সহ-সভাপতি আবুল মনসুর সওদাগর, দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌর এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আমির, যুগ্ম সম্পাদক শাহ আলম, উপজেলা এলডিপি নেতা আবদুর রশিদ, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।