কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা

পোশাকে নারীর অধিকারের দাবিতে সরব প্রিয়াঙ্কা

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে চলমান বিতর্কে উত্তেজনা তীব্র হয়ে ওঠায় কর্তৃপক্ষ তিন দিনের জন্য সব হাই স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে। গত মাসে রাজ্যটির উডুপির সরকারি গার্লস পিউ কলেজের ছয় শিক্ষার্থী অভিযোগ করে, হিজাব পরার জন্য ক্লাসে নিষিদ্ধ করা হয়েছে তাদের। পরে এসব ছাত্রী কলেজে আসলেও তাদের ক্লাসে ঢুকতে না দিয়ে পৃথক একটি কক্ষে বসিয়ে রাখা হয়। ক্লাস কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে রাজ্যটিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়।
বিডিনিউজ জানায় : ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উডুপি ও চিক্কামাগালুরু এলাকার হিন্দু ডানপন্থী গোষ্ঠীগুলো ক্লাসে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরায় আপত্তি তোলে। এরপর শুক্রবার ও শনিবার কিছু শিক্ষার্থী গেরুয়া রঙের উত্তরীয় পরে তাদের কলেজে মিছিল করে। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হওয়ার পর উত্তেজনা চরম আকার ধারণ করে। এরমধ্যে একটি কলেজের একদল শিক্ষার্থী তাদের কলেজে ফ্ল্যাগস্ট্যান্ড থেকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে গেরুয়া পতাকা উড়িয়ে দেয়। মান্ডিয়ায় গেরুয়া উত্তরীয় পরা একদল ছাত্র হিজাব পরা এক মুসলিম ছাত্রীকে উত্ত্যক্ত করার পর ‘জয় শ্রী রাম’ শ্লোগান দিলে ওই ছাত্রী ‘আল্লাহু আকবর’ বলে তার জবাব দেয়। এই পরিস্থিতিতে কর্ণাটকের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই গতকাল বুধবার থেকে তিন দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এদিকে আনন্দবাজার অনলাইন লিখেছে : কোনও মহিলা বিকিনি পরবেন না কি মাথায় ঘোমটা দেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কেবল মাত্র তারই অধিকার বলে মনে করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। গতকাল বুধবার ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ হ্যাশট্যাগে তার টুইট,‘বিকিনি হোক বা ঘোমটা, জিনস কিংবা হিজাব, এক জন নারী কী পরবেন, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তার। সেই অধিকার নিশ্চিত করেছে ভারতীয় সংবিধান। নারী নিগ্রহ বন্ধ করুন।’
বাংলানিউজ জানায় : হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা হয়েছে। মঙ্গলবার এ মামলার শুনানি চলে। গতকাল বুধবারও শুনানি করেন বিচারক। তবে নিষ্পত্তি হয়নি। মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভাইরাল ভিডিওতে বিবি মুসকান খান
পরবর্তী নিবন্ধহালদা থেকে ২০টি ফিক্সড ইঞ্জিন অপসারণ