হিজাব বিতর্কে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোমবার থেকে খুলতে শুরু করেছে। শ্রেণীকক্ষে হিজাব খুলতে রাজি না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ ক্লাস থেকে বের করে দিয়েছে-গত মাসে কর্ণাটকের উডুপি জেলার একটি কলেজের ছয় মুসলমান ছাত্রীর এমন অভিযোগের পর শিক্ষা প্রতিষ্ঠানে নিজের পছন্দমত পোশাক পরার দাবিতে আন্দোলন শুরু হয়। খবর বিডিনিউজের। সেই আন্দোলন কর্ণাটকের সীমা ছাড়িয়ে ভারতের আরও কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল বিতর্ক শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য কর্তৃপক্ষ সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীদের আপাতত ধর্মীয় পোশাক না পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বলা হয়েছে।