কর্ণফুলীসহ নগরীর খাল-উপখাল দখলমুক্ত করার দাবি

জেলা প্রশাসককে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্মারকলিপি

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীসহ নগরীর খাল-উপখালগুলো অবৈধ দখলমুক্ত করে নিয়মিত ড্রেজিং চালু করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আবুল বশর মুহাম্মদ ফখরুজ্জামান বরাবরে স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। চট্টগ্রামের পরিকল্পিত নগরায়ন, পরিবেশ, পর্যটন, নদীরক্ষা, চিকিৎসা ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ গতকাল বুধবার সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি কার্যকরী পরিষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, স্থায়ী পরিষদের সহসভাপতি এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ নুরুল আলম, অ্যাডভোকেট ফয়েজুর রহমান বেলাল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শওকত আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঋণের কিস্তি দিতে না পারায় আত্মহত্যা
পরবর্তী নিবন্ধশিশুর চোখে ক্যান্সারজনিত মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধে চেক হস্তান্তর