কর্ণফুলীর হাক্কানী খাদ্য ফ্যাক্টরিকে আবারও লাখ টাকা জরিমানা

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ হয়েছে পরিবেশের ছাড়পত্র। এরপরেও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় হাক্কানী করপোরেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবর মাসে এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা এলাকার মইজ্জ্যারটেক মোড়স্থ হাক্কানী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাদ্য। যা মাছ ও প্রাণিকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনের ফলে আশেপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দুষণ হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, গত আগস্ট মাসে মেয়াদোর্ত্তীণ হয়েছে পরিবেশের ছাড়পত্রের। এছাড়াও কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে। যা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ফ্যাক্টরিতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআদালত কক্ষে ‘লোহার খাঁচা’ অপসারণ চেয়ে উকিল নোটিস
পরবর্তী নিবন্ধচুরির পর বাইকের ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করে বিক্রি