চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দুই আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার দুপুর ও রাতে কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কর্ণফুলী উপজেলার বড়উঠান ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ (৪০) এবং জুলধা ৬ নম্বর ওয়ার্ড এলাকার হাবিবুর রহমান ওরফে রাজন (৪৪)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা ও গ্রেপ্তারের বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলেও তিনি জানান।