‘লিঙ্গ সহিংসতা প্রতিরোধ’–প্রতিপাদ্য নিয়ে শিশুদের উদ্যোগে ও পরিচালনায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় একটি পথনাটকের আয়োজন করা হয় মোহরাস্থ কর্ণফুলী নদীর তীরে। এতে প্রায় ২ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম প্রতিরোধ এবং সবার জন্য পুষ্টি নিশ্চিত করণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশনের পক্ষে শুভেচ্ছা ও উদ্দেশ্য সহভাগিতা করেন কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার। নাচ, গান ও নাটিকা পরিবেশনায় ছিলো ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুবগণ। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন আওয়াল খান শাহীন, মোহাম্মদ আরিফ ও তৌহিদুল ইসলাম আনন্দ। প্রেস বিজ্ঞপ্তি।