কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে শনিবার রাত সাড়ে ১২টায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো হল- স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদের নুর আর্ট, মো: জিয়া উদ্দিনের সারের দোকান শাহ আমানত ষ্টোর, মোহাম্মদ ঈসমাইল সওদাগরের শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোহাম্মদ ইদ্রিস এর ইসফা স্টোর ও মোহাম্মদ ইমরানের শাহ্ মোহছেন আউলিয়া ষ্টোর। শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর মালিক মোহাম্মদ ঈসমাইল সওদাগর বলেন, ‘রাত ১১টা পর্যন্ত দোকানে ছিলাম। সাড়ে ১২টায় আগুনের খবর পাই। আমার প্রতিষ্ঠানের ১৪টি মেশিন পুড়ে গেছে। কেউ কোন মালামাল বের করে আনতে পারেনি।