কর্ণফুলীর কলেজ বাজারে আগুন পুড়ল ৫ ব্যবসা প্রতিষ্ঠান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে শনিবার রাত সাড়ে ১২টায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো হল- স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদের নুর আর্ট, মো: জিয়া উদ্দিনের সারের দোকান শাহ আমানত ষ্টোর, মোহাম্মদ ঈসমাইল সওদাগরের শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোহাম্মদ ইদ্রিস এর ইসফা স্টোর ও মোহাম্মদ ইমরানের শাহ্‌ মোহছেন আউলিয়া ষ্টোর। শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর মালিক মোহাম্মদ ঈসমাইল সওদাগর বলেন, ‘রাত ১১টা পর্যন্ত দোকানে ছিলাম। সাড়ে ১২টায় আগুনের খবর পাই। আমার প্রতিষ্ঠানের ১৪টি মেশিন পুড়ে গেছে। কেউ কোন মালামাল বের করে আনতে পারেনি। এতে আমাদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হতে পারে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কোন ব্যবসায়ী কোন ধরনের অভিযোগ করেননি।
নগরীর বাকলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় মানুষজনও আগুন নেভাতে এগিয়ে আসেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি দিদারুল ইসলাম, শিকলবাহা ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রফিক ও উপজেলা যুবলীগ নেতা মোক্তার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ শ্রমিকের জন্য বিজিএমইএ থেকে ট্রেনিং সেন্টার করা দরকার
পরবর্তী নিবন্ধনীল সাতারু কাঁকড়ার বাণিজ্যিক পোনা উৎপাদনে সাফল্য