কর্ণফুলীর একটিসহ ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৩ লাখ টাকা জরিমানা

ছাড়পত্র ও নবায়ন ছাড়া নিষিদ্ধ এলাকায় ইটভাটা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার স্মার্ট বায়ো ইনসেপশন লিমিটেডসহ ১১ প্রতিষ্ঠানকে ৩৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র ও নবায়ন ছাড়া নিষিদ্ধ ঘোষিত এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগে গতকাল মঙ্গলবার এ জরিমানা করে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।

সংশ্লিষ্টরা জানান, ছাড়পত্র ও নবায়ন ছাড়া নিষিদ্ধ ঘোষিত এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগে গতকাল অধিদপ্তরে শুনানি হয়। শুনানিতে কক্সবাজারের কলাতলীর হোটেল অস্টার ইকোকে ৪০ হাজার টাকা, কর্ণফুলী এলাকার স্মার্ট বায়ো ইনসেপশন লিমিটেডকে ৪০ হাজার টাকা, চাঁদপুরের মেসার্স হাজী ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা, নোয়াখালীর মেসার্স ফাতেমা ব্রিঙ ম্যানুকে ৫ লাখ টাকা, মেসার্স সৌদিয়া ফুড ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, কুমিল্লার ইফাদ মটরস লিমিটেডকে ২ লাখ টাকা, লক্ষ্মীপুরের রামগঞ্জের রাবেয়া ব্রিঙ ম্যানুকে ৫ লাখ টাকা, আমান বিঙকে ৫ লাখ টাকা, ফাইভ স্টার ব্রিঙকে ৫ লাখ টাকা, রুপালী ব্রিঙ ম্যানুকে ৫ লাখ টাকা, ও জে এস বি ব্রিঙকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪৯ পণ্যের অনলাইন নিলামে ৭৯ দরপত্র জমা
পরবর্তী নিবন্ধগণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে : সংস্কার কমিশন