চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে ৮৮ ধারায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ইসমাইল বোয়ালখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় বসবাস করছেন। তার পিতার নাম ইব্রাহীম।
ওসি আফতাব উদ্দিন বলেন, ‘৮৮ ধারায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’












