কর্ণফুলীতে ৩১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দুই

ছাত্রলীগের ঝটিকা মিছিল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত শুক্রবার রাত ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী নজির উল্লাহ বাড়ির আব্দুল মালেকের পুত্র রাহাত মাহমুদ ফারহান (২০) ও শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ওমরা মিয়া চৌধুরী বাড়ির মৃত জহুর আহমদের পুত্র মো. রিকন ওরফে কফিল (৩০)

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ মে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করছে। তারা লাঠিসোঁটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই রাতে মিছিলের নেতৃত্বে ছিলেন মো. মনির উদ্দিন নাঈম (২৮)। তাদের উদ্দেশ্য ছিল জুলধা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো। ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬()///১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪১৫ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন মো. ফয়সাল (১৮), মো. মাসুদ (২০), মো. হানিফ (২২), তৌসিফ (১৮), আকাশ (১৮), জিসান (১৮), জাহিদুল (১৯), নাবিল (২৩), মামুন (৩০), ইমরান (২৫), হাসান (২৬), মিজান (১৯), মনির (২৬) ও সরোয়ার (২৫)। অধিকাংশ আসামির বাড়ি জুলধার ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বিআইডব্লিউটিএর আপত্তির পরও গাছ কেটে এলজিইডির জেটি নির্মাণ
পরবর্তী নিবন্ধ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান এখন রেলের বোঝা