কর্ণফুলীতে ৩ চেয়ারম্যান প্রার্থীকে লাখ টাকা জরিমানা

আচরণবিধি ভঙ্গের অভিযোগ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নির্বাচনী আচারণবিধি ভঙ্গের দায়ে কর্ণফুলী উপজেলায় ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাতে উপজেলার শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আকতার।
জানা যায়, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মাইক, অফিসে আলোকসজ্জা ও খাবার বিতরণের অভিযোগে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম ফোরকানের ৫ সমর্থককে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের দুই সমর্থককে ২০ হাজার টাকা ও চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান তালুকদারের ৪ সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আকতার জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ ধারায় তিন চেয়ারম্যান প্রার্থীর ১১ সমর্থককে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএকজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে পারেনি : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৪ চেয়ারম্যানসহ ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার