কর্ণফুলীতে ২ হাজার ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে ২ হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় মইজ্জারটেক কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনকক্সবাজার জেলার পেকুয়া নতুন ঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আনোয়ার (২৬) এবং উখিয়া থাইংখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আবুল বশরের ছেলে মো. নাছির (৪৫)। অভিযানে নেতৃত্ব দেওয়া শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই শামিউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মইজ্জারটেক কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির জনসচেতনতামূলক র‌্যালি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের শরৎকালীন সাহিত্যাসর