কর্ণফুলীতে ২ জনের মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৯ প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার নির্ধারিত সময়ের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর। মনোনয়নপত্র প্রত্যাহারকারী দুজন হলেন- চেয়ারম্যান পদের প্রার্থী মহানগর কৃষকলীগ নেতা মাহবুব আলম তাঁরা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী জাতীয় মহিলা পার্টির নেত্রী মুন্নী বেগম। দুই প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার পর ভোটযুদ্ধে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে ৯ জন এখন মাঠে রয়েছেন।
বর্তমানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক চৌধুরী ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূইয়া নিশি, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চেয়ারম্যানের কন্যা ডা. ফারহানা মমতাজ ও রানু আকতার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর জানান, আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (গতকাল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১১ প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী জেলা পরিষদ কার্যালয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন, এবার পাঁচটি ইউনিয়নে মোট ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধছয় ভবন মালিকসহ ৮ জনকে ৬১ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআরও ৯৬৩ রোহিঙ্গা ভাসানচরে