কর্ণফুলী উপজেলায় ১৮শ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃতরা হলেন মারুফ হাসান বাপ্পি (২৩) ও রুবেল মুসাল্লী (২৩)। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দুজনই তেরখাদা থানার ২ নম্বর বারাসাত ইউনিয়নের পশ্চিম কাটেংগা তালতলা এলাকার বাসিন্দা।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদের আদালতে হাজির করা হয়।