কর্ণফুলীতে ১২ টন মাছ নিয়ে উল্টে গেল সাম্পান

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাছভর্তি একটি সাম্পান উল্টে ডুবে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর মেরিন ফিশারিজ জেটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সাম্পানে থাকা প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ স্রোতে ভেসে যায় বলে দাবি করছেন মালিকপক্ষ।

জানা যায়, একটি ফিশিং ভেসেল থেকে মাছ কিনে বাজারজাতের জন্য মেসার্স আবদুল মজিদ অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান সাম্পানে করে মাছ আনছিল। সাম্পানটি ইছানগর মেরিন ফিশারিজ জেটি এলাকায় পৌঁছালে জোয়ারের প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে প্রায় এক কিলোমিটার দূরে মাঝিদের সহায়তায় সাম্পানটি উদ্ধার করা গেলেও সাম্পানে থাকা ১২ টন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ স্রোতে ভেসে যায়।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সালাউদ্দিন বলেন, মাছগুলো আমরা টেন্ডারে নিয়েছিলাম। হঠাৎ সাম্পান উল্টে যাওয়ায় সব মাছ নদীতে ভেসে যায়। এতে প্রায় ১৮২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। টেন্ডারে নেওয়া মালিকপক্ষকে বিষয়টি জানিয়েছি, এখন তারা কী ব্যবস্থা নেয় দেখা যাক।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ইনচার্জ মো. নেজাম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় জানায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধসেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সরলে আবারো সংঘর্ষ আহত ৪ জনকে চমেকে প্রেরণ