চট্টগ্রামের কর্ণফুলীতে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা বিএফডিসি এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কর্ণফুলী শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজন কমিটি দক্ষিণ জেলা শাখার সভাপতি হাফেজ মৌলানা আনোয়ারুল হক। কর্ণফুলী হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মাঈন উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মামুনুর রশীদের সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন নূরে জান্নাত হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী নুর হোসাইন, হাফেজ আশহাদুল ইসলাম, হাফেজ রুহুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল মজিদ, হাফেজ মাওলানা আবু সাঈদ প্রমুখ।
দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় কুরআনের ৫, ১০, ২০ ও ৩০ পারায় চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া উপজেলা পর্যায়ে বিজয়ীরা এই সংগঠনের অধীনে চট্টগ্রাম জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাঈনুদ্দিন। প্রতিযোগিতা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আতাউল্লাহ হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।