কর্ণফুলীতে সুতা কারখানায় আগুন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পিএবি সড়কের মডার্ন পলি ইন্ডাস্ট্রির সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় তারা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক ৭ মার্চ পতাকা উত্তোলন বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধমাথা গোঁজার ঠাঁই হারাল ৪৭ পরিবার