কর্ণফুলীতে সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কর্ণফুলী প্রতিনিধি

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে সিপিপির ব্যবস্থাপনায় উপজেলার জুলধা, চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্নফুলী উপজেলা সরকারি পরিচালক (সিপিপি) সাইফুল ইসলাম সাহেব।আলহাজ্ব এম মইনুদ্দিন সাবেক চেয়ারম্যান ও ইউপি লিডার। সরোয়ার উদ্দিন কাজল 5 নং লিডার। ওলি আহাম্মদ ৬ নং ইউনিট লিডার। জালাল উদ্দিন মেম্বার ৭ নং ইউনিট লিডার জুলাই ইউনিয়ন সিপিপি লিডার মোঃ মুসা মোঃ আনোয়ার ৩নং ইউনিটেরও।

চরলক্ষ্যা ইউনিয়ন লিডার ডেপুটি টিম লিডার মহিউদ্দিন আলাভী, মোঃ মহসিন ৫ নম্বর ইউনিট লিডার, মোহাম্মদ নুরুল আক্তার সাত নম্বর ইউনিট ডিলার, মোঃ মোরশেদ নুর প্রধান শিক্ষক স্টুডেন্ট কেয়ার কেজি, হাই স্কুল।

গত ২৪ ও২৫ ফেব্রুয়ারি চরপাথরঘাটা ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জুলধা এবং ২৮ ও ১ মার্চ চরলক্ষ্যা ইউনিয়নে দুই দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে দুই ইউনিটে ৪০ জন সব মোট ১২০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমি উদ্যোগ চবিতে
পরবর্তী নিবন্ধএস পি ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল সম্পন্ন