ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি কর্ণফুলী উপজেলা টিম লিডার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মইজ্জ্যারটেক উপজেলা সিপিপি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এম. মঈন উদ্দিন চেয়ারম্যান উপজেলা টিম লিডার, আরিফ উদ্দিন ডেপুটি উপজেলা লিডার (পুরুষ) এবং জলি আক্তার উপজেলা লিডার (নারী) নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা সিপিপি’র উপ-পরিচালক হাফিজ আহমদ, কর্ণফুলী উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক সাইফুল ইসলাম এবং বাঁশখালী উপজেলা সিপিপি’র টিম লিডার মোহাম্মদ ছগীর প্রমুখ।
এ কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবেন। কর্ণফুলীতে এ কমিটির অধীনে ৬২০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। যার মধ্যে ৩১০ জন পুরুষ ও ৩১০ জন নারী।