চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান প্রতিযোগিতা শেষে অতিথিদের বহনকারী লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। রবিবার (১১ মে) সন্ধ্যা ৬টার দিকে বাংলা বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে তীরে ও আশপাশের নৌকায় উঠে নিরাপদে রক্ষা পান।
একই সময় নদীর পাড়ে মাঝিদের দুটি পক্ষ মারামারিতে জড়ায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে হট্টগোলের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, প্রতিযোগিতায় নিরাপত্তার ঘাটতি ছিল।
সদরঘাট নৌ থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, “ঘটনার সময় নদীতে দায়িত্বে ছিলাম, তবে নৌকা ডুবে যাওয়ার খবর কেউ জানায়নি।” যদিও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।
আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মঈন উদ্দীন জানান, “ডুবে যাওয়া নৌকাটি স্থানীয়দের। কেউ হতাহত হয়নি।”
আব্বাস কনস্ট্রাকশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইছানগর সদরঘাট সাম্পান সমিতি। এতে অংশ নেয় ১১টি দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।