চট্টগ্রামের দুই উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এবং কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন–আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামের মাহবুব আলী (৩৭), কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামের শিশু ফাতেমা আকতার (৪), একই এলাকার মোহাম্মদ কাইয়ুম (২২)। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা প্রসঙ্গে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহমেদ নাঈম বলেন, ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে বলা হয়েছে। এরপর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।
শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শ দেন তিনি।