কর্ণফুলীতে রিকশা চালকের আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কাজে না যাওয়া নিয়ে মায়ের সাথে অভিমানের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক রিকশা চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার নাম মেহেদী হাসান (১৮)। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বেলালের প্রথম পুত্র। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মেহেদী তার পিতামাতার সাথে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মনির গোষ্ঠী এলাকার গণি হাজির ভাড়া বাসায় থাকতেন। কয়েক মাস আগে সংসারে কলহের জেরে তার পিতামাতা আলাদা হয়ে গেলে মেহেদী মায়ের সংসারের হাল ধরেন। পেশা হিসেবে তিনি কখনো অটোরিকশা কখনো সাম্পান টেম্পো চালাতেন। কয়েকদিন ধরে কাজে না যাওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। এ ঘটনায় মায়ের সাথে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মেহেদীর মা ও ছোট বোনের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় মেহেদীকে উদ্ধার করে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে আত্মহত্যাকারী রিকশা শ্রমিক হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি (আনইউজুয়াল ডেথ) মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাসমনি ঘাটে ১২০০ কেজি ইলিশ মাছ জব্দ
পরবর্তী নিবন্ধপার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি