কর্ণফুলীতে মো. জাহাঙ্গীর আলম (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. শাহিনূর আলম।
গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম চরলক্ষ্যা ইউপির ৩ নম্বর ওয়ার্ড নুর মোহাম্মদ মেম্বারের বাড়ির মৃত আঃ রহমানের ছেলে। তিনি উপজেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং থানা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
ওসি মো. শাহিনূর আলমের বরাতে সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।










