চট্টগ্রামের কর্ণফুলীতে এনামুল হক (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার এনাম বড়উঠান (৩ নম্বর ওয়ার্ড) দৌলতপুর ফাজিল খাঁর হাট সাত্তার হাজীর বাড়ির মৃত আবু শামার ছেলে।
পুলিশ জানিয়েছে, সে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তবে বিশস্ত সূত্রে জানা গেছে সে ২০১৭ সালে গঠিত (যেটি বর্তমান চলমান কমিটি) উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ২০১৭ সালেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।