কর্ণফুলীতে মাছের ক্যারেটের গোডাউনে আগুন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৫৩ অপরাহ্ণ

কর্ণফুলীতে মাছের একটি ক্যারেটের গোডাউনে আগুন লেগে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২২ জানুয়ারি) ৬টায় উপজেলার চরপাথরঘাটা এলাকার ১নং ওয়ার্ড শাহ্ ছমিয়া নগরে শাহিন এন্টারপ্রাইজ নামের একটি প্লাস্টিক কারখানার পাশে মাছের ক্যারেটের গোডাইনে এ আগুনের ঘটনা ঘটে।

এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক তাহের আহম্মেদ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, “অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও স্থানীয়রা পাশের পুকুর থেকে পানির সহায়তা নিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

পূর্ববর্তী নিবন্ধটিকা সনদ ছাড়া খাবার পরিবেশন, ৯ রেস্টুরেন্টকে জরিমানা
পরবর্তী নিবন্ধমাঝেমধ্যে দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা হয়