কর্ণফুলীতে মধ্যরাতে আগুনে পুড়ল দোকান

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় মধ্যরাতে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির মালামালসহ নগদ টাকা পুড়ে গেছে। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বড়উঠান (৬ নম্বর ওয়ার্ড) শাহমিরপুর জামতলা বাজারের ভাই ভাই স্টোর নামে একটি কুলিং কর্নার ও বিরানির দোকানে আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই দোকানটি পুড়ে যায়। এতে দোকানে থাকা নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়।

দোকানটির মালিক মো. এয়াকুব বলেন, আগুনে তিনটি ফ্রিজসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (পিএফএম) মো. সাইদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধফিরোজ শাহ মিনার মোড়ে ‘শহীদ চত্বর’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধতারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই : মীর হেলাল