কর্ণফুলী উপজেলায় পৃথক স্থান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোছাম্মৎ ফাহিমা বেগম (১৮) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি কর্ণফুলীর শিকলবাহায়। স্বামী সাদ্দাম হোসেনের সঙ্গে খোয়াজনগরের মালেক মাঝির কলোনিতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ফাহিমার বিয়ে হয়। ঘটনার দিন তার স্বামী ভাইদের সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় একটি রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতদেহের পাশে বৈদ্যুতিক তার ছেঁড়া অবস্থায় ছিল, মনে করা হচ্ছে যুবকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নিহত যুবক মো. রবিন (২৮) চট্টগ্রাম নগরীর মুরাদনগর ব্যারিস্টার রফিকের বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। যদিও তিনি পরিবার নিয়ে বাকলিয়া থানাধীন ইছাক সওদাগরের কলোনিতে বসবাস করেন। তবে কী কারণে রবিন কর্ণফুলীতে যান তা জানা যায়নি।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গৃহবধূর মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আর যুবকের মৃত্যুর পেছনে বিদ্যুৎস্পৃষ্টের সম্ভাবনা দেখা যাচ্ছে। দুইটি ঘটনাতেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।