কর্ণফুলীতে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রমজান (২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলী এলাকার বারেক সওদাগরের ছেলে। বর্তমানে তিনি আনোয়ারার বটতলী ইউনিয়নের জয়নগর পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আনোয়ারা চাতরী এলাকা থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। তারা পেছন দিক থেকে দেলোয়ারকে কুপিয়ে মাথায় আঘাত করে এবং মাটিতে ফেলে দেয়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে তিন লাখ টাকা ও বিকাশ–নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।
কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা করলে অভিযুক্ত রমজানকে গ্রেপ্তার করা হয়। তবে ছিনতাইকৃত টাকা এখনো উদ্ধার করা যায়নি। তা উদ্ধারের চেষ্টা চলছে।